স্কুলগুলোতে চলছে বই উৎসব
- আপডেট সময় : ০৫:৪৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০২৪
- / ১৭১৬ বার পড়া হয়েছে
বছরের প্রথম দিনে সারাদেশে উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে। নতুন বই পেয়ে খুশি শিক্ষার্থীরা। বই উৎসবকে ঘিরে দেশজুড়ে ছিলো উৎসব আমেজ।
বছরের প্রথম দিনে সারাদেশের মত চট্টগ্রামেও অনুষ্ঠিত হয়েছে বই উৎসব। সকালে ডাঃ খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান। আনুষ্ঠানিকতা শেষে কোমলমতি শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন তিনি।
সিলেটের ব্লু বার্ড স্কুলে বই বিতরণ উৎসবের উদ্বোধন করেন সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান।
ময়মনসিংহ নগরীর নওমহল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বেলুন উড়িয়ে এই উৎসবের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া
বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে নতুন বছরের বই বিতরণ কার্যক্রম শুরু হয়। এ উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী।
খুলনা জিলা স্কুল প্রাঙ্গণ স্কুলে বই উৎসবে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফ ।
নেত্রকোনায় পৌর শহরের সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ উদ্বোধন করেন জেলা প্রশাসক শাহেদ পারভেজ।
নতুন বই পেয়ে উচ্ছ্বসিত হয়েছে শিক্ষার্থীরা। তাদের আনন্দে আনন্দিত অভিভাবকরাও। বগুড়ার বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ চত্বরে সকালে বই উৎসব ২০২৪ এর মধ্য দিয়ে, শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন বই তুলে দেন, রাজশাহী বিভাগীয় কমিশনার, ড. দেওয়ান মুহাম্মাদ হুমায়ুন কবীর।
ঝিনাইদহ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়।
কুমিল্লায় শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে। কুমিল্লার ১৭টি উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সর্বমোট এক কোটি ২৩ লাখ ২৩ হাজার ৬৩৩টি পাঠ্যবই বিতরণ শুরু হয়েছে ।
চুয়াডাঙ্গার কেদারগঞ্জ মডেল প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে বই বিতরণের উদ্বোধন করেন জেলা প্রশাসক কিসিঞ্জার চাকমা।
দিনাজপুর কলেজিয়েট স্কুল এন্ড কলেজে বই উৎসবে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করেন হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর রুহুল আমিন।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার লতিফপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরন করা হয়।
জয়পুরহাট রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক সবুর আলী।
এছাড়াও, রাজবাড়ি,যশোর, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ ও বাগেরহাটে বই বিতরণ করা হয়েছে।