স্কুল কর্তৃপক্ষের গাফিলতিতে পরীক্ষায় অংশ নিতে পারেনি গোপালগঞ্জে ৬ষ্ঠ শ্রেনীর ১৩ শিক্ষার্থী
- আপডেট সময় : ০৫:৪৫:৩০ অপরাহ্ন, শনিবার, ৪ জুন ২০২২
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
স্কুল কর্তৃপক্ষের গাফিলতিতে অর্ধবার্ষিকী পরীক্ষায় অংশ নিতে পারেনি গোপালগঞ্জ জেলা শহরের শেখ হাসিনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর ১৩ শিক্ষার্থী। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
জানা যায়, লটারীতে ভর্তির পর অপেক্ষামান থাকা ৬ষ্ঠ শ্রেণীর ১৩ শিক্ষার্থীকে বিদ্যালয়ে ভর্তি করা হয়। পরে এসব শিক্ষার্থীরা নিয়মিত ক্লাশ করলেও হঠাৎ তাদের ভর্তি অবৈধ উল্লেখ করে স্কুলে আসতে ও অর্ধবার্ষিকী পরীক্ষায় অংশ নিতে বাধা দেয় কর্তৃপক্ষ। তারপরেও শিক্ষার্থীরা সকালে পরীক্ষা দিতে স্কুলে আসলে স্কুল কর্তৃপক্ষ বাধার মুখে পরীক্ষায় অংশ নিতে পারেনি। এতে অনেক শিক্ষার্থী কান্নায় ভেঙ্গে পড়েন। এ ঘটনায় অভিভাবকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে অধ্যক্ষ শাহানাজ রেজা এ্যানির সাথে বাক-বিতন্ডায় জড়িয়ে পরেন তারা। পরীক্ষায় অংশ নিতে না পারায় ১৩ শিক্ষার্থীর শিক্ষা জীবন অনিশ্চিত হয়ে পড়েছে। এছাড়াও- বিভিন্ন ক্লাসের আরও ৫৮ ছাত্রীর শিক্ষা জীবন অনিশ্চিত হয়ে পড়েছে।