স্কুল-কলেজ-মাদ্রাসা বোর্ড ও ফাইনাল পরীক্ষার বিকল্প মূল্যায়ন পদ্ধতি নিয়ে ভাবছে সরকার
- আপডেট সময় : ০৭:০৮:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২০
- / ১৫২৫ বার পড়া হয়েছে
করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে স্কুল-কলেজ-মাদ্রাসার বোর্ড ও ফাইনাল পরীক্ষার বিকল্প মূল্যায়ন পদ্ধতি নিয়ে ভাবছে সরকার। এ বিষয়ে প্রস্তাবনা তৈরি করে মন্ত্রণালয়ে জমা দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মণি।
বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তা এবং মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দফতর, সংস্থার প্রধানদের অংশগ্রহণে অনলাইন সভায় সভাপতির বক্তব্যে এ নির্দেশনা দেন তিনি। করোনাকালীন ও করোনা পরবর্তী শিক্ষা ব্যবস্থা নিয়ে ঐ সভায় এইচএসসি পরীক্ষা এবং মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পরবর্তী ক্লাসে উত্তীর্ণের বিষয়ে বিকল্প মূল্যায়ন পদ্ধতি নিয়ে আলোচনা হয়। পরবর্তী সভায় এ প্রস্তাবনা জমা দেয়ার জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের কর্মকর্তাদের বলা হয়। বিশ্ববিদ্যালয় পর্যায়ে অনলাইন শিক্ষা কার্যক্রম আরো ফলপ্রসূ করার ওপরও গুরুত্বারোপ করেন শিক্ষামন্ত্রী। এছাড়া সভায় করোনার কারণে কওমি মাদ্রাসা ছাড়া দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ৩ অক্টোবর পর্যন্ত বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হয়।