স্কোয়াশ প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার দিয়েছে স্কোয়াশ ফেডারেশন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩৯:২৯ অপরাহ্ন, সোমবার, ৮ মার্চ ২০২১
- / ১৫৭৫ বার পড়া হয়েছে
মুজিববর্ষ গ্রেস টোন মাতৃভাষা দিবস স্কোয়াশ প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার দিয়েছে স্কোয়াশ ফেডারেশন। সোমবার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।
গেলো ১২-১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা। ছয় গ্রুপে অংশ নেয় মোট ৯৭ জন প্রতিযোগি। বয়সভিক্তিক দল ছাড়াও প্রতিযোগিতায় অংশ নেয় উন্মুক্ত পুরুষ, মহিলা ও মেম্বার দল। উন্মুক্ত পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন উত্তরা ক্লাবের সুমন। রানার্সআপ সেনাবাহিনীর দেবনাথ। মহিলা বিভাগে সেরা মারজান আক্তার। মেম্বার দলে চট্টগ্রাম ক্লাবের সাজ্জাদ আরেফিন হয়ছেন সেরা। সবাইকে ট্রফির পাশাপাশি আর্থিক পুরস্কার দেয় স্কোয়াশ ফেডারেশন। এদিকে, একই দিন স্বাধীনতা দিবস স্কোয়াশ প্রতিযোগিতার ট্রফি উন্মোচন করে স্কোয়াশ ফেডারেশন।