স্ত্রীকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যা করেছে স্বামী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১৪:৪৭ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০১৯
- / ১৬১২ বার পড়া হয়েছে
রংপুরের পীরগাছায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যা করেছে স্বামী।
দুপুর ১২টায় পীরগাছা উপজেলার চৌধুরানীতে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, এলাকাবাসীর দেয়া খবরে ঘটনাস্থলে গিয়ে স্বপন নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তার নির্যাতনে গুরুতর আহত স্ত্রী রুনিকে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়ার পথেই তিনি মারা যান। দীর্ঘদিন ধরে দু’জনের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে কলহ চলছিলো। দুপুরে বাগ-বিতণ্ডার এক পর্যায়ে স্বপন ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে কুপিয়ে জখম করে। পরে নিজেও গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।