স্ত্রীকে মারধর করে প্রাণনাশের হুমকি দিচ্ছেন ডা. মুরাদ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪৮:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জানুয়ারী ২০২২
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশের সহযোগিতা চেয়েছেন সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের স্ত্রী ডা. জাহানারা এহসান। ডা. মুরাদ তাকে মারধর করে প্রাণনাশের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেন তিনি।
বৃহস্পতিবার দুপুরে জাহানারা এহসান ৯৯৯-এ ফোন করে পুলিশের সহায়তা চান। পরে, বিষয়টি জানানো হয় ধানমন্ডি থানা পুলিশকে। এরপরই পুলিশের একটি টিম মুরাদের বাসায় যায়। পুলিশ জানায়, ৯৯৯ থেকে কল পেয়ে সাবেক প্রতিমন্ত্রী মুরাদ হাসানের ১৫ নম্বর সড়কের বাসায় পুলিশ পাঠানো হয়েছে। মুরাদের বিরুদ্ধে নির্যাতন ও প্রাণনাশের হুমকির অভিযোগ করেছেন তার স্ত্রী। পুলিশ জানায়, বাসায় গিয়ে সাবেক প্রতিমন্ত্রী মুরাদ হাসানকে পায়নি। এখানে পারিবারিক কলহের বিষয় থাকতে পারে বলে জানান তারা।