স্থানীয় যুবলীগ নেতার নির্দেশে সুনামগঞ্জে সংখ্যালঘু সম্প্রাদায়ের ওরপ হামলা চালানো হয় : বিএনপির ভাইস চেয়ারম্যান
- আপডেট সময় : ০৮:২১:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মার্চ ২০২১
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
মাইকে অ্যানাউন্স করে স্থানীয় যুবলীগ নেতার নির্দেশে সুনামগঞ্জে সংখ্যালঘু সম্প্রাদায়ের ওরপ হামলা চালানো হয়।ঘটনাস্থল পরিদর্শন শেষে বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলশানে সংবাদ সম্মেলনে এ কথা তুলে ধরেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। পাশাপাশি বিএনপি মহাসচিব বলেন, যে কোন সময়ের চেয়ে এসরকার আমলে সবচে বেশী হামলার শিকার হয়েছেন সংখ্যালঘুরা।গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা এ ঘটনায় ৪ টি প্রস্তাব তুলে ধরে, স্থানীয় যুবলীগ নেতাকে দায়ী করেন।
গেল ১৭ মার্চ সুনামগঞ্জের সাল্লা উপজেলার নোয়াগা গ্রামে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় ২০ মার্চ ঘটনাস্থল পরিদর্শনে যায় বিএনপির তিন সদস্যের প্রতিনিধি দল।
সেখান থেকে ফিরে বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলশানে চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে ঘটনার পর্যবেক্ষণ তুলে ধরেন টিম প্রধান বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।
এসময় সরকারের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ সংখ্যালঘুদের স্বার্থ সংরক্ষণের কথা বলে, অথচ তাদের আমলেই সবচে বেশী নির্যাতন হয়েছে হিন্দু সম্প্রদায়।
নাসিরনগর, রামু, পাবনা,ভোলা,নাটোর,ফলিদপুরসহ সারাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের করা সব হামলা ও নির্যাতনের বিচার না করায় তীব্র প্রতিবাদ জানায় বিএনপি।
এর আগে রাজধানীর ধানমন্ডিতে গণস্বাস্থ্য কেন্দ্রে এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী সুনামগঞ্জে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপরে হামলার ঘটনা পরিদর্শনের বিস্তারিত তুরে ধরেন।
সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ঘটনায় ক্ষতিগ্রস্তদের বাড়ী ঘর নির্মাণ, তদন্ত কমিটি গঠন, শেখ রেহানাকে প্রধান করে সংখ্যালঘু মন্ত্রণালয় গঠন করাসহ ৪টি প্রস্তাব তুলে ধরেন তিনি।
এ ঘটনায় ১৮ মার্চ রাতে শাল্লা থানায় অজ্ঞাতনামা কয়েকশো জনের বিরুদ্ধে মামলা করে পুলিশ।