স্থানীয় সরকারের বিভিন্ন পদে ২৮ উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে
- আপডেট সময় : ১২:১৩:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অক্টোবর ২০২১
- / ১৫২৪ বার পড়া হয়েছে
দেশের স্থানীয় সরকারের বিভিন্ন পদে ২৮ উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে। এর মধ্যে ১২ উপজেলা পরিষদ, চার সিটি করপোরেশনের পাঁচ কাউন্সিলর ও পাঁচ পৌরসভার এক মেয়র ও চার কাউন্সিলর এবং ছয় ইউনিয়ন পরিষদের বিভিন্ন পদে নির্বাচন হচ্ছে।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১৬ নম্বর চকবাজার ওয়ার্ডে কাউন্সিলর পদে উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে। সম্প্রতি এই ওয়ার্ডের ৭ বারের নির্বাচিত কাউন্সিলর সাইয়্যেদ গোলাম হায়দার মিন্টুর মৃত্যতে উপ-নির্বাচন। ৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মাঠে আছে আইনশৃঙ্খলা বাহিনী। এই নির্বাচনে মোট ২১ জন প্রার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে একজন বিএনপির বাকি ২০ জনই আওয়ামীলীগ ঘরানার। ১৫ টি ভোটকেন্দ্রে মোট ৩২ হাজার ৪১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
রাজশাহী গোদাগাড়ী পৌরসভায় মেয়র ও রাজশাহী সিটি কর্পোরেশনের ৯নং ওয়ার্ডে কাউন্সিলর পদে উপ-নির্বাচনে ইভিএমে ভোট গ্রহণ চলছে। গোদাগাড়ীতে নৌকা ছাড়া অন্য প্রার্থীদের এজেন্ট ও ভোটারদের বাধা দেয়ার অভিযোগ উঠেছে। মেয়র পদে লড়ছেন ৩ জন। এখানে ভোটারসংখ্যা ৩২ হাজার ৯৫০। আর সিটি কর্পোরেশেনের ৯নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী ৫জন। এই ওয়ার্ডে ভোটার রয়েছেন ৮ হাজার ৯৩৭জন।