স্থানীয় সরকার নির্বাচনের নামে বিশৃংখলা ও নৈরাজ্য চলছে : জাতীয় পার্টির মহাসচিব
- আপডেট সময় : ০৪:৫২:২৪ অপরাহ্ন, সোমবার, ১০ জানুয়ারী ২০২২
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
স্থানীয় সরকার নির্বাচনের নামে বিশৃংখলা ও নৈরাজ্য চলছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থীদের হয়রানির পাশাপাশি এলাকা ছাড়া করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
সকালে প্রধান নির্বাচন কমিশনার নূরুল হুদার সাথে বৈঠক করে জাতীয় পার্টির ৬ সদস্যের প্রতিনিধি দল। বৈঠকে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, নির্বাচনে সরকার দলীয়রা তাদের প্রার্থীদের হয়রানি, মারধর ও অত্যাচার করছে।প্রশাশনের কাছে গিয়েও তারা কোন সহযোগিতা পান না।এমন পরিস্থিতিতে আগামী ১৬ জানুয়ারী মির্জাপুর ৭ আসনের উপনির্বাচন নিয়ে তিনি শংকা প্রকাশ করেন। নির্বাচন কমিশনকে সমস্ত আইন ও ক্ষমতা দিয়ে চলমান স্থানীয় নির্বাচন ও উপনির্বাচনকে সুষ্ঠু করার অনুরোধ জানান জাতীয় পার্টির এই নেতা। বৈঠকে জাতীয় পার্টির পক্ষে আলাচনায় অংশ নেন সালমা ইসলাম, সৈয়দ আবু হোসেন বাবলাসহ অন্যরা।