স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে লালমনিরহাটে জাতীয় পার্টির মতবিনিময় সভা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:০৬:১৮ অপরাহ্ন, বুধবার, ৬ জানুয়ারী ২০২১
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে দলীয় প্রস্তুতি নিয়ে তৃণমূল নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছে লালমনিরহাট জেলা জাতীয় জাতীয় পার্টি।
সকালে শহরের আলোরুপা মোড়স্থ দলীয় কার্যালয়ে এ মতবিনিময় সভা হয়। সদর উপজেলা জাতীয় পার্টির আহবায়ক আকবর ইমামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের সহধর্মীনী ও জেলা কমিটির আহ্বায়ক শেরিফা কাদের। সভায় সদর উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভার তৃণমূল নেতৃবৃন্দ আসন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে তাদের মতামত তুলে ধরেন। প্রধান অতিথির বক্তব্যে শেরিফা কাদের বিভিন্ন ইউনিয়নে যোগ্য প্রার্থী নির্বাচন ও ভোটে প্রতিদ্বন্দ্বিতামূলক অংশগ্রহণের জন্য নির্দেশনামূলক বক্তব্য রাখেন।