স্পিডবোট উল্টে নিখোঁজ তিন শিশুর মধ্যে একজনের মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ০৫:১৪:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২২ এপ্রিল ২০২২
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
চট্টগ্রামের সন্দ্বীপের গুপ্তছড় ঘাটে স্পিডবোট উল্টে নিখোঁজ তিন শিশুর মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বাকি দুই শিশুকে উদ্ধারে ফায়াস সার্ভিসের পাশাপাশি, কোস্টগার্ড ও নৌবাহিনীর তিনটি ডুবুরিদলসহ একাধিক উদ্ধারকারী টিম উদ্ধার তৎপরতা অব্যহত রেখেছে। দুর্ঘটনাস্থল থেকে দুই কিলোমিটার এলাকায় অভিযান পরিচালিত হচ্ছে বলে জানিয়েছে সন্দ্বীপের উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট খীসা। গেল বুধবার সকালে চট্টগ্রামের গুপ্তছড়া ঘাট থেকে ১৮ জন যাত্রী নিয়ে সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটের উদ্দেশ্যে স্পিডবোটটি ছেড়ে যায়। ঘাটের একেবারে কাছে পৌঁছে ঝড়ের কবলে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে জেলেদের জালে আটকে উল্টে যায় স্পীড বোট। এসময় অন্যরা সাঁতরে কুলে উঠলেও চার শিশু সাগরের ঢেউয়ে ভেসে যায়। কিছু সময়ের মধ্যে স্থানীয়রা একজনের মরদেহ উদ্ধার করে। ঘটনার তিনদিন পর আরো একজনের মরদেহ উদ্ধার হলেও এখনো দুই শিশু নিখোঁজ রয়েছে।