স্পেনে গ্রেফতার এন্টি-ভাইরাসের জনক জন ম্যাকাফি
- আপডেট সময় : ০৮:৩৪:৫৫ অপরাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২০
- / ১৫৬৭ বার পড়া হয়েছে
সারা পৃথিবীতে কম্পিউটারের অ্যান্টি-ভাইরাস হিসেবে ভীষন জনপ্রিয় ম্যাকাফি। সম্প্রতি এই সফটওয়্যারের নির্মাতা জন ডেভিড ম্যাকাফিকে স্পেনে গ্রেফতার করা হয়েছে । এর আগে ২০১২ সালে তার এক প্রতিবেশীর মৃত্যুর বিষয়ে পুলিশি জিজ্ঞাসাবাদের পর থেকে নিজ বাড়ি থেকে নিখোঁজ হন তিনি। তবে এবারে তার বিরুদ্ধে অভিযোগ, বিপুল অর্থ উপার্জন করার পরও ২০১৪ থেকে ২০১৮ পর্যন্ত টানা চার বছর কর ফাঁকি দিয়েছেন তিনি।
আদালত জানিয়েছে, যে অর্থ তিনি উপার্জন করেছেন তা নিজের একাউন্টে না রেখে দিনের পর দিন মার্কিন কর বিভাগকে ধোঁকা দিয়েছেন। অন্য লোকের নামে ভুয়া ব্যাংক এবং ক্রিপ্টোকারেন্সি একাউন্টে টাকা গচ্ছিত রাখতেন। এছাড়া ম্যাকাফি কর কর্তৃপক্ষকে তার সম্পত্তির বিবরনী জমা দেননি। সবচেয়ে মজার কথা, যে সব সম্পত্তির কথা তিনি চেপে গিয়েছিলেন এর কোনটি তার নিজের নামে নেই। স্পেনের সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন ম্যাকাফির বিরুদ্ধে করা মামলায় বলেছে, ২০১৮ সালের জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে ইনিশিয়াল কয়েন অফারিং (আইসিও) প্রচারের জন্য টুইটার বিটকয়েনে তাকে ২৩ মিলিয়নের বেশী অর্থ দিয়েছিলো। যদিও তিনি এসব অভিযোগ অস্বীকার করেছেন।
নিউইয়র্ক টাইমস জানায়, যদি এসব অভিযোগ সত্যি হয় সেক্ষেত্রে কর ফাঁকি দেওয়া ও ইচ্ছাকৃত ট্যাক্স রিটার্ন দাখিল না করার অপরাধে ডেভিড ম্যাকাফির সর্বোচ্চ পাঁচ বছরের কারাদন্ড হতে পারে।
অনলাইন ডেস্ক