স্পেন ইতালি ও মরক্কোসহ ১৭টি দেশের প্রতিযোগীরা অংশ নেবেন বঙ্গবন্ধু ম্যারাথনে
- আপডেট সময় : ০৯:৩৪:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর ২০২১
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
স্পেন, ইতালি, মরক্কোসহ ১৭টি দেশের প্রতিযোগীরা এবারের বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথনে অংশ নেবেন বলে জানিয়েছেন সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ ও আয়োজক কমিটির চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার।
দুপুরে ঢাকা সেনানিবাসে আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে আয়োজিত সমন্বয় সভা শেষে সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। তিনি আরও জানান, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপনের অংশ হিসেবে আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথনে এবার বাংলাদেশসহ মোট ১৭টি দেশের দু’শ প্রতিযোগী অংশ নেবেন। ফুল ও হাফ দুই ক্যাটাগরিতে নারী-পুরুষ মিলিয়ে সর্বমোট ৩০ জনকে পুরস্কৃত করা হবে বলে জানান আতাউল হাকিম। ভবিষ্যতে এই আয়োজনকে গিনেজ বুকে স্থান করে নেয়ার পরিকল্পনার কথা জানান কমিটি চেয়ারম্যান। এই দৌড় ১০ জানুয়ারি ভোর সাড়ে পাঁচটায় ঢাকার আর্মি স্টেডিয়াম থেকে শুরু হয়ে হাতিরঝিলে গিয়ে শেষ হবে।