স্প্যানিশ লা লিগায় গ্রানাডার বিপক্ষে ১-১ গোলের হতাশার ড্র নিয়ে মাঠ ছাড়ে বার্সা
- আপডেট সময় : ০১:৪৯:৪০ অপরাহ্ন, রবিবার, ৯ জানুয়ারী ২০২২
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
স্প্যানিশ লা লিগায় গ্রানাডার বিপক্ষে ১-১ গোলের হতাশার ড্র নিয়ে মাঠ ছাড়ে বার্সা। অন্যদিকে ঘরের মাঠে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ৪-১ গোলের বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে রিয়াল মাদ্রিদ। এই জয়ে ২১ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে লা লিগায় শীর্ষেই আছে রিয়াল মাদ্রিদ।অন্যদিকে ২০ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে ছয়ে বার্সেলোনা।
গ্রানাডার মাঠে গিয়ে ধুঁকলো বার্সেলোনা। ৫৭ মিনিটে লুক ডি জংঙের গোলে এগিয়ে যায় দলটি।৭৯ মিনিটে গাভি লাল কার্ড দেখলে হোঁচট খায় বার্সেলোনা এর দশ মিনিট পর ৮৯ মিনিটে গোল খেয়ে বসে দশজনের বার্সা। শেষ সময়ে গোল করে গ্রানাডাকে এক পয়েন্ট এনে দেন অ্যান্তোনিও পুর্তাস।
অন্যদিকে সান্তিয়াগো বার্নাব্যুতে করিম বেনজেমা আর ভিনিসিয়াস জুনিয়রের নৈপুণ্যে ৪-১ ব্যবধানে ভ্যালেন্সিয়াকে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। ৪৩ মিনিটে বেনজেমার পেনাল্টিতে এগিয়ে যায় রিয়াল।৫২ মিনিটে গোল পান ভিনিসিয়াস জুনিয়র। এর নয় মিনিটের মাথায় (৬১ মিনিটে) আরও এক গোল তুলে নেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ৭৬ মিনিটে ভ্যালেন্সিয়ার গনকালো গুদেস একটি গোল শোধ করেছিলেন। কিন্তু ৮৮ মিনিটে করিম বেনজেমা ব্যবধান ৪-১ করে দেন।