স্প্যানিশ লা লিগায় মৌসুমের শেষ ম্যাচে হোঁচট খেয়েছে বার্সেলোনা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৯:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৩ মে ২০২২
- / ১৫৫১ বার পড়া হয়েছে
স্প্যানিশ লা লিগায় মৌসুমের শেষ ম্যাচে হোঁচট খেয়েছে বার্সেলোনা। ঘরের মাঠে ভিয়ারিয়ালের কাছে ২-০ গোলে হেরেছে কাতালান ক্লাবটি। অন্য ম্যাচে সোসিয়েদাদকে ২-১ গোলে হারিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ।
লা লিগায় দ্বিতীয় স্থান নিশ্চিত হয়েছে আগেই। সেই সাথে নিশ্চিত হয়েছে স্প্যানিশ সুপার কাপের টিকিটও। নিয়ম রক্ষার ম্যাচে ন্যু-ক্যাম্পে শুরু থেকেই প্রতিপক্ষের উপর চড়াও হয় বার্সা। তবে ফিনিশিং ব্যর্থতায় বার বার গোল বঞ্চিত জাভি হার্নান্দেজের শিষ্যরা। উল্টো বিরতিতে যাওয়ার আগে এগিয়ে যায় ভিয়া রিয়াল। গোল করেন স্প্যানিশ তারকা আলফোনসো পেদ্রাজা। বিরতির পর সমতায় ফেরার চেস্টায় কয়েকবার সুযোগ তৈরি করেও কাজে লাগাতে পারেনি বার্সা। ম্যাচের ৫৫ মিনিটে মারিও গোমেজের গোলে লিড দ্বিগুণ করে ভিয়ারিয়াল। ম্যাচের বাকি সময়ে আর গোল না হলে হারের হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় কাতালানদের।