স্প্যানিশ লা লিগায় শিরোপার আরও কাছে রিয়াল মাদ্রিদ
- আপডেট সময় : ০৯:২৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৮ এপ্রিল ২০২২
- / ১৫৩২ বার পড়া হয়েছে
স্প্যানিশ লা লিগায় শিরোপার আরও কাছে রিয়াল মাদ্রিদ। পিছিয়ে পড়েও সেভিয়াকে ৩-২ গোলে হারিয়ে ৭৫ পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও মজবুত গ্যালাক্টিকোদের। দ্বিতীয় স্থানে থাকা বার্সার সঙ্গে ফারাক ১৫ পয়েন্টের। এদিকে, জয় পেয়েছে ফ্রেঞ্চ লিগের টেবিল টপার পিএসজিও। ঘরের মাঠে নেইমার ও এমবাপ্পের গোলে ২-১ ব্যবধানে মার্শেইকে হারিয়েছে প্যারিসিয়ানরা।
প্রত্যাবর্তনের গল্প লিখেই চলছে রিয়াল মাদ্রিদ। কি লা লিগা, কি চ্যাম্পিয়ন্স লিগ, সব খানেই গ্যালাক্টিকোদের জয়জয়কার। সব জায়গায় আছে শিরোপার রেসে, সকলের ধরাছোঁয়ার বাইরে।
লা লিগাতেও এবার ঘুরে দাঁড়ানোর দারুণ এক উদাহরণ তৈরি করলো আনচেলত্তির দল। দুই গোলে পিছিয়ে পড়েও সেভিয়াকে ৩-২ ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এতে ৩২ রাউন্ড শেষে শিরোপার আরও কাছে গ্যালাক্টিকোরা। দ্বিতীয় স্থানে থাকা বার্সার সঙ্গে ফারাক ১৫ পয়েন্টের।
ঘরের মাঠে ক্রোয়েট মিডফিল্ডার ইভান রাকিটিচের ফ্রিকিক থেকে শুরুতেই লিড সেভিয়ার। মিনিট চারেক পর আর্জেন্টাইন ফরোয়ার্ড এরিক লামেলার গোলে ব্যবধান দ্বিগুন।
ফাস্ট হাফে ২ গোল খেয়ে দ্বিতীয়াধে খোলস ছেড়ে বের হয় রিয়াল। সেকেন্ড হাফের শুরুতেই রদ্রিগোর স্কোরে ব্যবধান কমায় লসব্লাঙ্কোস। ৮২ মিনিটে নাচোর গোলে সমতা।
মনে হচ্ছিল পয়েন্ট ভাগাভাগিতে শেষ হবে ম্যাচ। তখনই করিম বেনজেমার ম্যাজিক। অতিরিক্ত সময়ে ফরাসী তারকার গোলেই জয় নিশ্চিত হয় রিয়াল মাদ্রিদের।
ফ্রেঞ্চ লিগে অপ্রিরোধ্য পিএসজি। পার্ক দ্যা প্রিন্সে প্রতিপক্ষ মার্শেইকে শুরু থেকে চাপে রাখার চেস্টায় প্যারিসিয়ানরা। ১২ মিনিটে নেইমার এগিয়ে দেন দলকে।
৩১ মিনিটে ম্যাচে ফেরে মার্শেই তবে, প্রথমার্ধেই শোকে রূপ নেয়ে সফরকারীদের উৎসব। এমবাপ্পের গোলে লিড নিয়েই বিরতির যায় পিএসজি।
বিরতির পরও স্পটলাইটে এমবাপ্পে, তবে, ফরাসি তারকার গোল বাতিল হয় অফসাইডে কারণে। এই কারণে গোল বঞ্চিত হয় মার্শেই। এতে ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে প্যারিস সেইন্ট জার্মেই।