স্বচ্ছ আলোর আভায় হাসছে রংপুর নগরী
- আপডেট সময় : ০২:০৪:০৫ অপরাহ্ন, বুধবার, ২২ সেপ্টেম্বর ২০২১
- / ১৫২১ বার পড়া হয়েছে
পরিচ্ছন্ন প্রশস্ত রাস্তা, ড্রেনেজ ব্যবস্থাসহ পুরো নগর জুড়ে যখন সবুজের নান্দনিকতা তখনই স্বচ্ছ আলোর আভায় হাসছে রংপুর নগরী। নীভু নীভু আলোর বদলে এখন শোভা পাচ্ছে স্বচ্ছ এলইডি স্ট্রিট লাইট। নগরীর শোভাবর্ধনে ৪৩ কোটি টাকা ব্যয়ে সড়কবাতি প্রকল্পের বাস্তবায়ন করছে রংপুর সিটি কর্পোরেশন। বিশিষ্টজনেরা বলছেন, এই প্রকল্প বাস্তবায়িত হলে নগরীতে কমে আসবে অপরাধ প্রবণতা আর রাত হলে স্বচ্ছ আলোর আভায় অবসর কাটবে নগরবাসীর।
১৮৬৯ সালে গোড়াপত্তনের পর ২০১২ সালের ৩০ জুন সিটি কর্পোরেশনে উন্নীত করা হয় রংপুর পৌরসভারকে। ৫৫ বর্গ কিলোমিটারের পৌরসভা রুপ নেয় ২০৫ দশমিক ৭০ বর্গ কিলোমিটারে। ৩৩টি ওয়ার্ডের এই নগরীরতে কাঁচা-পাকা সড়ক রয়েছে ১ হাজার ৭শ’ কিলোমিটার।
দেশের তৃতীয় বৃহত্তম এই নগরীতে প্রশস্ত রাস্তা, ড্রেনেজ ব্যবস্থা, ফ্লাইওভার, ব্রিজসহ নানামূখী উন্নয়ন কর্মকান্ড চলছে-একই সংগে রাতের সৌন্দর্য্য ও নিরাপত্তা বাড়াতে প্রধান সড়ক গুলোতে যুক্ত হয়েছে এলইডি স্ট্রিট লাইট। দৃষ্টিনন্দন এসব সড়কবাতির আলোয় খুশি স্থানীয়রা।
মর্ডান মোড় থেকে শুরু হয়ে নগরীর প্রধান সড়ক গুলোতে বসানো হচ্ছে প্রায় সাড়ে ৬ হাজার বৈদ্যুতিক পোল। প্রতিটি পোলে দুটি ও গুরুত্বপূর্ণ স্থানে স্থাপন করা হয়েছে ৩টি এলইডি বাতি। প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ৪৩ কোটি টাকা।
বিশেষজ্ঞরা বলছেন, সড়কবাতি প্রকল্প বাস্তবায়িত হলে কমে যাবে অপরাধ প্রবনতা। আর নগরবাসীর নির্বিঘ্ন চলাচলের পাশাপাশি কমবে সড়ক দুর্ঘটনাও। আধুনিক সড়কবাতিগুলো স্থাপনের ফলে নাগরিক সুবিধার মান আরও বাড়বে বলে মনে করেন বিশিষ্টজনেরা।