স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা
- আপডেট সময় : ০৫:০৬:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০১৯
- / ১৫৫০ বার পড়া হয়েছে
স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ট্রাক-কাভার্ডভ্যান পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। বুধবার রাত একটায় ধানমন্ডীতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক শেষে কর্মসূচি প্রত্যাহার করা হয়। পরে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আইনে যে কয়টি ধারা নিয়ে তারা আবেদন করেছেন, সেগুলো সংশোধনের জন্য যোগাযোগ মন্ত্রণালয়ে সুপারিশ পাঠানো হবে। আর লাইসেন্স জটিলতা নিরসনে আগামী বছরের ৩০ জুন পর্যন্ত সময় দেওয়া হয়েছে।
নতুন সড়ক পরিবহন আইন বাস্তবায়নের জেরে পরিবহন ধর্মঘটকে কেন্দ্র করে সৃষ্ট উদ্ভূত পরিস্থিতি অবসানে বুধবার রাত ৯টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমন্ডীর বাসায় আসতে থাকেন বাস, ট্রাক ও পণ্য পরিবহন মালিক শ্রমিক সমিতির নেতারা। শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠকে বসেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। প্রায় চার ঘন্টা ব্যাপি চলে এ বৈঠক।
মধ্যরাতে বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এসময় তিনি জানান, যে নয়টি ধারা নিয়ে তারা আবেদন করেছে, সেগুলো সংশোধনের জন্য যোগাযোগ মন্ত্রণালয়ে সুপারিশ আকারে পাঠানো হবে।
এসময় কেনো অবৈধ লাইসেন্স গ্রহনযোগ্য হবে না বলেও হুসিয়ারি দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
পরে আনুষ্ঠানিকভাবে কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেন শ্রমিক নেতারা।
তারা জানান, মালিক সমিতি এমন কর্মবিরতির পক্ষে ছিল না, শ্রমিকরাই নিজ থেকে বিরত ছিল।