স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ
এস. এ টিভি
- আপডেট সময় : ১১:৫১:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪
- / ২২৩০ বার পড়া হয়েছে
দেশের বিভিন্ন স্থানে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনের বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করা হয়েছে।
পটুয়াখালীতে গত রাতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠন।দলটির বনানীস্থ কার্যালয় থেকে মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে একই স্থানে গিয়ে শেষ হয়।
অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি। গতরাতে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব চত্তরে সমাবেশ করে। এসময় বক্তারা ব্রিগেডিয়ার জেনালের এম সাখাওয়াত হোসেনের বক্তব্যে প্রতিবাদ জানিয়ে তাকে পদত্যাগের দাবি জানান।