স্বর্ণ চোরাচালানের মাধ্যমে ৭৩ হাজার কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে : বাজুস
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২১:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৩ অগাস্ট ২০২২
- / ১৫৯৫ বার পড়া হয়েছে
অবৈধভাবে দেশে স্বর্ণ চোরাচালানের মাধ্যমে বছরে প্রায় ৭৩ হাজার কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে বলে জানিয়েছে স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন জুয়েলার্স অ্যাসোসিয়েশন-বাজুস। আর দেশের জল, স্থল ও আকাশ পথে কমপক্ষে প্রতিদিন দু’শ কোটি টাকার স্বর্ণ অবৈধভাবে দেশে আসছে।
বসুন্ধরা সিটিতে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় বাজুস। এতে লিখিত বক্তব্য পাঠ করেন বাজুসের স্ট্যান্ডিং কমিটির অন এন্টি স্মাগলিং অ্যান্ড ল এনফোর্সমেন্টের চেয়ারম্যান এনামুল হক খান দোলন। তিনি বলেন, আইন প্রয়োগকারী সংস্থাগুলোর নজরদারির অভাবে অবাধে দেশে চোরাই পথে বিপুল পরিমাণ স্বর্ণের চালান ঢুকছে। অবৈধ স্বর্ণের প্রবেশ বন্ধে আইন প্রয়োগকারী সংস্থাকে অভিযান বাড়ানোর আহ্বান জানান তিনি।