স্বাধীনতাকে যারা ব্যর্থ করতে চেয়েছিল তারাই ব্যর্থ হয়েছে : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৭:৩০:৫৯ অপরাহ্ন, রবিবার, ১০ জানুয়ারী ২০২১
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
যারা স্বাধীনতাকে ব্যর্থ করতে চেয়েছিল, আজ তারাই ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির পিতা বঙ্গবন্ধুর দেখানো পথে, তারই আদর্শ ও চেতনা ধারণ করে বাংলাদেশ উন্নতির মহাসড়কে হাঁটছে বলেও জানান তিনি। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধানমন্ত্রী আরো বলেন, উন্নত, অসাম্প্রদায়িক, ক্ষুধামুক্ত দেশ গড়তে কাজ করছে সরকার।
পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে ১৯৭২ এর ১০ জানুয়ারী দেশে ফিরেছিলেন মুক্তিযুদ্ধের ঘোষক, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এদিনটিতেই বাঙ্গালীর স্বাধীনতা পরিপূর্ণ হয়েছিল। তাই প্রতিবছরের মতো ঐতিহাসিক এ দিনটিকে এবারও উদযাপন করেছে আওয়ামী লীগ।
বঙ্গবন্ধু এভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগ আয়োজিত আলোচনায় গণভবন থেকে ভার্চুয়ালী যোগ দেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিনি তার ভাষণে বলেন, বঙ্গবন্ধু স্বাধিকার আদায়ের সংগ্রামে তাঁর জীবন উৎসর্গ করেছিলেন। দেশ গঠনের দিকনির্দেশনা দিয়েছিলেন স্বদেশে ফিরেই।
প্রধানমন্ত্রী আরো বলেন, স্বাধীনতা ও দেশবিরোধী চক্রান্ত সফল হবে না। আওয়ামী লীগ ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় তা ব্যাহত হয়েছে।
জনগণের সেবক হয়ে জঙ্গী ও সন্ত্রাস দমন করেই দেশকে উন্নতির দিকে এগিয়ে নেয়ার কাজ চলছে বলেও জানান সরকার প্রধান।
করোনা ভ্যাক্সিন আনার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে জানিয়ে সবাইকে আবারো স্বাস্থ্যবিধি মানার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।