স্বাধীনতার পর গত ৫০ বছরের মধ্যে বর্তমানে দেশের অবস্থা সবচে’ খারাপ: মান্না
- আপডেট সময় : ১০:৪০:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৮১ বার পড়া হয়েছে
স্বাধীনতার পর গত ৫০ বছরের মধ্যে বর্তমানে দেশের অবস্থা সবচে’ খারাপ বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, এর থেকে খারাপ অবস্থা দেশে আর কখনও হবে না।
বিকেলে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে গণতন্ত্র মঞ্চের সমাবেশে তিনি একথা বলেন। দেশে পরিবর্তন আনতে হলে আগে সরকার পরিবর্তন করতে হবে বলে মন্তব্য করেন তিনি। গণতন্ত্র মঞ্চের নেতারা এসময় সাত দফা দাবি তুলে ধরে বলেন, সরকার ক্ষমতায় থাকার জন্য প্রতিবছর পুজার সময় সাম্প্রদায়িক উস্কানি দেয়। আর বিদেশে বসে মিথ্যা বলে। তাই জনগণের প্রতি রাজপথে নামার আহ্বান জানিয়ে নেতারা বলেন, এই সরকারের পতন না হওয়া পর্যন্ত সবাইকে রাজপথে থাকতে হবে।
আওয়ামী লীগ ও বিএনপি কোনো দলই ইসলামের জন্য উল্লেখযোগ্য ভূমিকা রাখেনি বলে মন্তব্য করেছেন চরমোনাইর পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম।
সন্ধ্যায় ঢাকার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে তিনি বলেন, দেশের সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানে ইসলামিক নিয়ম-কানুন নেই বলেই ইডেন কলেজে এমন অমানুষের কার্যকলাপ ঘটছে। তিনি অভিযোগ করেন, সরকারের সব কার্যক্রম ইসলাম ধ্বংসের ষড়যন্ত্র। তাই এ সরকারের বিদায় ঘটাতে হবে। এসময় তিনি ইসলামের নানা দিক-নির্দেশনা তুলে ধরেন। বলেন, রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করে দেখিয়েছেন, সেখানে সব ধর্মের লোকই নিরাপদ।