স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ঢাকা শহরে অঘোষিত কারফিউ চলছে: মির্জা ফখরুল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৩৩:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ মার্চ ২০২১
- / ১৫২৩ বার পড়া হয়েছে
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ঢাকা শহরে অঘোষিত কারফিউ চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার সকালে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে শহীদ রাষ্টপতি জিয়াউর রহমানের সমাধীতে শ্রদ্ধা নিবেদনের পর এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম। তিনি আরো বলেন, জনগণকে বাদ দিয়ে সরকার স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করছে। দেশ স্বাধীনের ৫০ বছর পরও জনগণের আশা-আকাঙ্খা পূরণ হয়নি, উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘অবৈধ সরকারের হাতে বিএনপি চেয়ারপার্সন এখনও বন্দি। দুর্ভাগ্যজনকভাবে বন্ধুদেশের সঙ্গে অমীমাংসিত সমস্যা গুলোর কোন সমাধান না করেই সরকার তাদের একতরফা সুবিধা দিয়ে যাচ্ছে।