স্বাধীনতার ৪৮ বছর পরও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব নিরাপদ নয়
- আপডেট সময় : ০৮:৪৭:৪২ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০১৯
- / ১৫৪২ বার পড়া হয়েছে
স্বাধীনতার ৪৮ বছর পরও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব নিরাপদ নয়, স্বাধীনতা বিরোধী শক্তি এখনো সক্রিয়। তাই তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করার আহ্বান জানিয়েছে সেক্টর কমান্ডারস্ ফোরাম- মুক্তিযুদ্ধ ’৭১। বিকেলে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের ‘শিখা চিরন্তন’ বেদী সংলগ্ন স্বাধীনতা চত্বরে মহান মুক্তিযুদ্ধের ৪৮তম বিজয় বার্ষিকী উদযাপন উপলক্ষে সেক্টর কমান্ডারস্ ফোরাম- মুক্তিযুদ্ধ’৭১ আয়োজিত অনুষ্ঠানে এ আহ্বান জানানো হয়।
তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে মহান মুক্তিযুদ্ধের ৪৮তম বিজয় বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে সেক্টর কমান্ডারস্ ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ ঐতিহাসিক সোহরাওয়ার্দি উদ্যানের ‘শিখা চিরন্তন’ বেদী সংলগ্ন ‘স্বাধীনতা চত্বর’এ বাংলাদেশ ও ভারতের যৌথ সামরিক কমান্ডের কাছে পাকিস্তান হানাদার বাহিনীর প্রতীকি আত্মসমর্পন অনুষ্ঠানের আয়োজন করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী প্রতীকি আত্মসমর্পন অনুষ্ঠানের বিভিন্ন চরিত্র ফুটিয়ে তুলেন।
এর আগে সংগঠনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল কে. এম সফিউল্লাহ বীর উত্তম ও মহাসচিব সাংবাদিক হারুন হাবীব স্বাধীনতা বিরোধীরা এখনো সক্রিয় । তাই এদের বিষয়ে তরুণ প্রজন্মকে সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানান তারা ।
সবশেষ মহান মুক্তিযুদ্ধের রণাঙ্গনের সেনাপতি ও বিশিষ্ট মুক্তিযোদ্ধারা নতুন প্রজন্মের হাতে জাতীয় পতাকা হস্তান্তর করে মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেম লালন ও ধারণ করার আহ্বান জানান।