স্বাধীনতা দিবসে মানুষ হত্যা জাতির জন্য কলঙ্কজনক : মির্জা ফখরুল
- আপডেট সময় : ০৮:১৩:১২ অপরাহ্ন, শনিবার, ২৭ মার্চ ২০২১
- / ১৫২৩ বার পড়া হয়েছে
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর দিনে জনগণকে হত্যা করে ইতিহাসে কলংকজনক অধ্যায় রচনা করেছে সরকার-এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিকেলে রাজধানীর গুলশানে চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। হেফজতে ইসলামের ডাকা হরতালকে যৌক্তিক বলেও দাবি করেন বিএনপি মহাসচিব। এ সময় তিনি আরো বলেন, সমমনা ইসলামী দলগুলোর শান্তিপূর্ণ কর্মসূচিতে বিনা উস্কানিতে গুলি চালিয়ে সরকার তার ফ্যাসিবাদি চরিত্র তুলে ধরেছে। স্বাধীনতা দিবসে হেফাজতে ইসলামের ৫ নেতাকর্মীকে গুলি করে হত্যার প্রতিবাদে আগামী ২৯ মার্চ সকল মহানগরে আর ৩০ তারিখে জেলায় জেলায় বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া রোববার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ছাত্রদল, যুবদল ও সেচ্ছাসেবক দলের প্রতিবাদ সমাবেশ করার কথাও জানান তিনি।