স্বাধীনতা বিরোধী চক্রের মূল উৎপাটন করাই সূবর্ণজয়ন্তীর অঙ্গীকার
- আপডেট সময় : ০৭:১৫:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ মার্চ ২০২১
- / ১৫৩২ বার পড়া হয়েছে
কোন ব্যক্তি-বিশেষ নয়, মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের প্রধান মিত্র দেশ হিসেবেই ভারতের প্রধানমন্ত্রীকে স্বাধীনতার সূবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, স্বাধীনতা বিরোধী চক্রের মূল উৎপাটন করাই সূবর্ণজয়ন্তীর অঙ্গীকার। সকালে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তারা।
শুক্রবার সকালে স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উপলক্ষে ধানমন্ডির বঙ্গব্ন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে দলের শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শ্রদ্ধা নিবেদন শেষে সূবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের বিষয়ে কথা বলেন তিনি। এ সময় ভারতের প্রধানমন্ত্রীর সফর বিরোধীদের বিভিন্ন কর্মসূচীর বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, স্বাধীনতা বিরোধী চক্র এখনো দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, কৃষ্টি ও সংস্কৃতির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। পরে, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন যুবলীগ, কৃষকলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।