স্বাধীনতা বিরোধী গোষ্ঠী ও একুশে আগষ্টে হামলাকারী চক্র বাংলাদেশের উন্নয়ন থামিয়ে দিতে চায়
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৭:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২০
- / ১৫২৮ বার পড়া হয়েছে
স্বাধীনতা বিরোধী গোষ্ঠী ও একুশে আগষ্ট হামলাকারী চক্র বাংলাদেশের উন্নয়নে থামিয়ে দিতে চায় বলে মন্তব্য করেছেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান।
সাভারে মুক্তিযোদ্ধা পল্লীতে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি এ সব কথা বলেন। এসময় প্রতিমন্ত্রী ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে সবাইকে ঐকবদ্ধভাবে কাজ করে যেতে হবে। সুখী সমৃদ্ধ দেশ গড়ে তুলতে পারলেই জাতির পিতা ও তার পরিবারের সদস্যদের আত্মা কিছুটা হলেও শান্তি পাবে। পরে শতাধিক অসহায় হত দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।