স্বাধীন গণমাধ্যমের অভাবে গণতন্ত্র দুর্বল হওয়ায় দেশে বাড়ছে নৈরাজ্য : মির্জা ফখরুল
- আপডেট সময় : ০৭:২৩:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২০
- / ১৫৩১ বার পড়া হয়েছে
বাংলাদেশের আইন-শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে মার্কিন সিনেটে নিষেধাজ্ঞার প্রস্তাব, জাতির জন্য লজ্জাজনক ও উদ্বেগের বিষয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশের আইন-শৃঙ্খলা বাহিনীর নিপীড়ন ও মানবাধিকার লংঘনের বিষয়টি এখন সভ্য দুনিয়ার কাছেও বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির রজত জয়ন্তীর রেলি উদ্বোধনের সময় তিনি একথা বলেন। এসময় মির্জা ফখরুল আরো বলেন, সরকার গণমাধ্যমের স্বাধীনতা ধংস করার ফলে গণতন্ত্র দুর্বল হওয়ায় দেশে নৈরাজ্য বাড়ছে।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির রজত জয়ন্তী উপলক্ষে বৃহস্পতিবার সকালে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এ সময় তিনি বলেন, বিচারবহির্ভূত হত্যা, গুম আর নির্যাতনের অভিযোগে বাংলাদেশের একটি আইন-শৃঙ্খলা বাহিনীর সিনিয়র কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে ট্রাম্প প্রশাসনকে চিঠি দিয়েছে মার্কিন সিনেটের বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটি। ডেমোক্রেটিক পার্টির সিনেটর বব মেনেনডেজ ও রিপাবলিকান পার্টির সিনেটর টড ইয়াংসহ তাঁদের আট সহকর্মী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এবং অর্থমন্ত্রীর কাছে পাঠানো এ চিঠিকে বাংলাদেশের জন্য লজ্জাজনক বলে মন্তব্য করেন তিনি।
এসময় বিএনপি মহাসচিব আরো বলেন, মজবুত গণতন্ত্রের জন্য স্বাধীন ও শক্তিশালী গণমাধ্যম জরুরী। কিন্তু বর্তমান সরকার তার অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখার স্বার্থে বিভাজনের সংস্কৃতি কায়েম করছে।
ভিন্নমতকে সহ্য করার সহনশীলতা সমাজ থেকে সরকার ধীরে ধীরে নিশ্চিহ্ন করছে বলেও অভিযোগ করেন বিএনপির এই শীর্ষ নেতা।