স্বাস্থ্যখাতের অনিয়ম, দুর্নীতি দুর করতে সরকারের কঠোর পদক্ষেপ গ্রহণ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৩৬:৩৭ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২০
- / ১৫৪০ বার পড়া হয়েছে
বর্তমান সরকার স্বাস্থ্যখাতের অনিয়ম, দুর্নীতি দুর করতে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।
সকালে কুষ্টিয়া সরকারী কলেজের সামনে জেলা পরিষদের উদ্যোগে প্রায় ১ কোটি টাকা ব্যয়ে নির্মিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরেল উদ্ধোধনকালে এসব কথা বলেন তিনি । তিনি কক্সবাজারে সেনাবাহিনীর মেজর সিনহার মৃত্ব্য প্রসঙ্গে বলেন, যে কোন ঘটনার জন্যই সরকার মর্মাহত, বিব্রত। সরকার এই ঘটনার সুষ্ঠু তদন্ত করছে। ঘটনার সাথে যারা সংশ্লিষ্ট আছে তাদের প্রত্যককে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা হচ্ছে বলেও জানান তিনি । এ সময় জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন, পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত, জেলা পরিষদ চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম উপস্থিত ছিলেন।