স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করতে যাচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:২৭:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২০
- / ১৫৪০ বার পড়া হয়েছে
স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করতে যাচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। এ খবর নিশ্চিত করেছেন তার এলডিপি দলের কর্মকর্তারা।
তিনি বহু বছর ধরে আলসারেটিভ কোলাইটিসে ভুগছেন। সম্প্রতি তাঁর অবস্থা আরও খারাপ হয়েছে বলে মনে করা হচ্ছে। পাবলিক ব্রডকাস্টার এনএইচকে জানিয়েছেন, প্রধানমন্ত্রী আবে তার সরকারের পক্ষে সমস্যা সৃষ্টি করতে চাইছেন না। ২০১২ সালে দায়িত্ব নেওয়ার পরে জাপানের দীর্ঘতম নিরবচ্ছিন্ন প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করছেন।