স্বাস্থ্যবিধি না মানায় দেশের বিভিন্ন জেলায় ভ্রাম্যমান আদালতের জরিমানা
- আপডেট সময় : ০৮:০৫:৫৮ অপরাহ্ন, রবিবার, ৪ জুলাই ২০২১
- / ১৫২৪ বার পড়া হয়েছে
সরকার ঘোষিত বিধিনিষেধ না মানায় গেলো ২৪ ঘন্টায় গোপালগঞ্জ, পটুয়াখালী, সাতক্ষীরায়,নওগাঁয় জরিমানা দিতে হয়েছে অনেককে। এছাড়া ১ হাজার ২০টি মামলায় প্রায় ৮ লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।
গোপালগঞ্জ জেলা শহরসহ ৫ উপজেলায় ১২টি ভ্রাম্যমান আদালত পরিচালনা করে স্বাস্থ্যবিধি না মানা, মাস্ক না পড়া, অপ্রয়োজনে ঘর থেকে বের হওয়া, দোকান খোলা রাখাসহ বিভিন্ন অপরাধে ৩৮ ব্যক্তিকে ১৯ হাজার ৫’শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
কঠোর বিধিনিষেধ লঙ্ঘনের অভিযোগে পটুয়াখালীতে জেলা প্রশাসনের নেতৃত্বে পরিচালিত ৫৬টি মোবাইল কোর্টে ৪৩৪টি মামলায় ২লাখ ৭১ হাজার ৭৮০ টাকা জরিমানা আদায় করেছে প্রশাসন।
সাতক্ষীরায় গেল ২৪ ঘন্টায় ১৮টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ৭৪টি মামলায় ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে জেলা প্রশাসকের ভ্রাম্যমান আদালত।
ময়মনসিংহে বিধিনিষেধ না মানায় জেলায় ৫১২টি মামলায় ৩ লাখ ৮১ হাজার ৫৭৫ টাকা জরিমানা আদায়।
রাস্তাঘাটে ঘোরাফেরা ও আড্ডা দেয়ার সময় নওগাঁয় একদিনে ২৬৪ জনকে গুণতে হয়েছে ১ লাখ ২৯ হাজার ৭৩০ টাকা জরিমানা।