স্বাস্থ্যে কেলেঙ্কারির ঘটনায় সাবেক ডিজি আবুল কালাম আজাদকে দুদকের জিজ্ঞাসাবাদ
- আপডেট সময় : ০৭:২৯:৫৭ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২০
- / ১৫২১ বার পড়া হয়েছে
স্বাস্থ্যখাতের দুর্নীতিবাজদের বিচার চাওয়ার পাশাপাশি মাস্ক ও পিপিই কেলেঙ্কারিতে জড়িতদের চিহ্নিত করতে দুদককে সহযোগিতার আশ্বাস দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরে সদ্য বিদায়ী মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদ। বুধবার দুদকের তলবে হাজির হয়ে জিজ্ঞাসাবাদ শেষে এসব জানান তিনি। করোনা ইস্যুতে নিজের ভাবমূর্তি রক্ষায়, স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নেন বলেও জানান ডা. আবুল কালাম আজাদ।
ঘড়ির কাটায় সকাল ১০টা। রাজধানীর সেগুনবাগিচার দুদক কার্যালয়ে হাজির হন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদ।
পরে আজাদসহ স্বাস্থ্য অধিদপ্তরের বর্তমান ও সাবেক ৪ কর্মকর্তাকে নিম্নমানের মাস্ক, পিপিই ও অন্যান্য সুরক্ষা সামগ্রী ক্রয়ে দুর্নীতির অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন দুদক কর্মকর্তারা।
প্রায় ৬ ঘন্টা জিজ্ঞাসাবাদ শেষে গণমাধ্যমের মুখোমুখি হন ডা. আজাদ। শুরুতেই জানান কেন তাকে তলব করা হয়েছে।
দুর্নীতিবাজদের বিচার চাওয়ার পাশাপাশি কেন পদত্যাগ করেছিলেন সেই ব্যাখ্যাও দেন তিনি।
লিখিত বক্তব্যের পর মাস্ক ও পিপিই ক্রয়ে কেলেঙ্কারির বিষয়ে গণমাধ্যমের প্রশ্নের উত্তর না দিয়েই চলে যান ডা. আবুল কালাম আজাদ। তবে রিজেন্ট হাসপাতালের সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের চুক্তিসহ করোনা চিকিৎসার নামে প্রতারণার অভিযোগের বিষয়ে বৃহস্পতিবারও তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানান দুদক কর্মকর্তারা।