স্বাস্থ্য খাতে দুর্নীতির দায় সরকারের একার নয় বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য অধিদফতরের নব নিযুক্ত মহাপরিচালক
- আপডেট সময় : ০৭:২৭:০৬ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২০
- / ১৫৩০ বার পড়া হয়েছে
স্বাস্থ্য খাতে দুর্নীতির দায় সরকারের একার নয় বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য অধিদফতরের নব নিযুক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম। সকালে ধানমণ্ডির ৩২ নম্বর সড়কে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর এ মন্তব্য করেন তিনি।
এসময় তিনি বলেন, দুর্নীতির জন্য শুধু সরকারকে দায়ী না করে সবাইকে ব্যক্তিগতভাবে সৎ হতে হবে। সবাই যদি ব্যক্তিগতভাবে সৎ না হই, তাহলে কোনোভাবেই দুর্নীতি রোধ করা সম্ভব নয়। তিনি বলেন, দুর্নীতির দায় সবার। শুধু সরকারের দিকে আঙুল তুললে সেটা হবে সবচেয়ে বড় বোকামি। সবাই এই দুর্নীতির অংশ। স্বাস্থ্যখাতের বর্তমান পরিস্থিতিতে নতুন মহাপরিচালক সামনে কি চ্যালেঞ্জ দেখছেন – সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, সামনে অবশ্যই বড় চ্যালেঞ্জ, স্বাস্থ্যে এখন যে ব্যবস্থা, এই প্যানডেমিকের ক্ষেত্রে যে সমস্যাগুলো রয়েছে, তা দূর করার চেষ্টা করতে হবে । এই মহামারীতে সাংবাদিকদের ‘ইতিবাচক মনোভাব’ নিয়ে সরকারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকারের সমালোচনা করা ভুলত্রুটি ধরিয়ে দেয়ার পাশাপাশি সরকার যদি কোনো ভালো কাজ করে সেটাও তুলে ধরতে হবে।