স্বাস্থ্য পরীক্ষা জন্য বিকেলে হাসপাতালে যাচ্ছেন খালেদা জিয়া
- আপডেট সময় : ০২:০৬:২১ অপরাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৭৭৫ বার পড়া হয়েছে
রুটিন স্বাস্থ্য পরীক্ষা জন্য আজ বিকেলে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেয়া হবে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে।
চেয়ারপার্সনের মিডিয়া উইং থেকে জানানো হয়, সাবেক এ প্রধানমন্ত্রীকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য বিকেল ৩টার দিকে হাসপাতালে নেয়া হবে।
এর আগে গত বছরের ১৬ নভেম্বর স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে খালেদা জিয়ার বাসায় যান তার মেডিকেল বোর্ডের চিকিৎসকরা। আর সব শেষ গত ২২ আগস্ট স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে এভার কেয়ার হাসপাতালে নেয়া হয়।
খালেদা জিয়ার যখন রাজনীতি করা দরকার, তিনি তখন রাজনীতি করবেন। তিনি ও তার দল এ বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দুপুরে জাতীয় প্রেসক্লাবে তাঁতী দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনায় সভায় তিনি আরও বলেন, খালেদা জিয়াকে অন্যায়ভাবে মিথ্যা মামলায় কারাবন্দি করে রাখা হয়েছে। তিনি অত্যন্ত অসুস্থ। এ সময় অবিলম্বে বিএনপি চেয়ারপারসনের মুক্তি দাবি করে মির্জা ফকরুল বলেন, সরকার খালেদা জিয়াকে নিয়ে বিভিন্ন নাটক শুরু করেছে।
তার রাজনীতি করা নিয়ে সরকারের হঠাৎ দরদের উদ্দেশ্য মোটেই ভাল নয়। এ নিয়ে দেশের মানুষকে বিভ্রান্ত করে দৃষ্টি ভিন্ন দিকে নিতে চায় আওয়ামী লীগ সরকার। নির্যাতন করেই আওয়ামী লীগ টিকে আছে বলে উল্লেখ করেন বিএনপির এই নেতা।