স্বৈরাচার আওয়ামী সরকারের প্রভাবে নেত্রকোনায় পানিবন্দি শতাধিক পরিবার
- আপডেট সময় : ১১:৩৭:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪
- / ১৮৭০ বার পড়া হয়েছে
নেত্রকোনার কলমাকান্দায় স্বৈরাচার আওয়ামী সরকারের প্রভাব খাটিয়ে এক প্রভাবশালী এক ব্যক্তি সেতুর এক পাশ মাটি ফেলে ভরাট করে শতাধিক পরিবারকে পানিবন্দি করে রেখেছেন। ফলে চরম দুর্ভোগে পড়েছে পরিবারগুলো। জলাবদ্ধ হয়ে নষ্ট হচ্ছে প্রায় ৪০০ একর ফসলি জমি। স্বৈরাচার সরকার পতনের পরেও এই ভোগান্তি থেকে মুক্তি পাননি তারা। তবে দ্রুত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
নেত্রকোণার কলমাকান্দা উপজেলার লেঙ্গুরা ইউনিয়নের বালুচড়া সেতুর একপাশ আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে বন্ধ করে দেয় পতিত স্বৈরচারের দোসর । এতে করে বালুচড়া, ঢেনকী, দানগর, গৌরপুর গ্রামের শতাধিক পরিবার পানিবন্ধি হয়ে পড়ে। দ্রুত পানি সরে যেতে না পারায় ওই এলাকায় দেখা দেয় জলাবন্ধতা। দীর্ঘ সময় ঘরের ভেতর পানি থাকায় বন্ধ হয়ে পড়ে রান্না-বান্না। গবাদিপশুকে নিয়ে রাখতে হয় সড়কে। শিশুসহ বৃদ্ধরা পানির উপর দিয়ে চলাচল করতে গিয়ে ঘটে নানান দুর্ঘটনা।
এদিকে ওই এলাকার সাধারণ মানুষ জীবিকা নির্বাহের একমাত্র ফসলের উপর নির্ভরশীল। বর্তমান বন্যায় পানি সরে যেতে না পারায় নষ্ট হয়ে পরে প্রায় ৪ শত একর রোপা আমন ফসল। শুধু তাই নাই, গেল দেড় বছর ধরে ফসলের ক্ষতি হওয়ায় নানা সমস্যায় ভোগছে তারা।
এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
শুধু আশ্বাস নয়, দ্রুত সমস্যা সমাধান করতে প্রয়োজনীয় উদ্যোগ নেবে প্রশাসন, এমনটি প্রত্যাশা ভোক্তভুগী পরিবারগুলোর।