স্মার্ট প্রিপেইড মিটার নিয়ে ডিজিটাল প্রতারণা
- আপডেট সময় : ১১:০১:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪
- / ২০৬০ বার পড়া হয়েছে
বিদ্যুৎ বিতরনে স্মার্ট প্রিপেইড মিটার নিয়ে ডিজিটাল প্রতারণা চলছে। সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে বগুড়ার বিদ্যুৎ গ্রাহকদের। এ মিটার নিয়ে প্রতি মাসেই বাড়তি খরচ গুনতে হচ্ছে। আবার মিটার রিচার্জ ও লোড বাড়ানো নিয়েও গ্রাহকদের পড়তে হচ্ছে হয়রানিতে। প্রিপেইড মিটার বাতিলের দাবিতে ফুঁসে উঠছেন গ্রাহকরা।
এ যেন ডিজিটাল প্রতারণা। মিটার রিচার্জেই নানা অজুহাতে কেটে নেয়া হচ্ছে টাকা। প্রতি ১০০০ টাকা রিচার্জ করলে মিটার ভাড়া, ডিমান্ড চার্জ, ভ্যাট সহ নানা চার্জ দেখিয়ে কেটে নেয়া হচ্ছে ২০০ র বেশি টাকা। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ না পেলেও গ্রাহকদের গুনতে হচ্ছে অগণিত টাকা। আবার যখন তখন বন্ধ হয়ে যায় মিটার। রিচার্জ করতে গেলেই গ্রাহকদের পড়তে হয় নানা ভোগান্তিতে। বিদ্যুৎ বিলে হয়রানি কমাতে বগুড়ায় গ্রাহক পর্যায়ে স্থাপন করা হয় স্মার্ট প্রিপেইড মিটার।
স্মার্ট প্রিপেইড মিটার নিয়ে বগুড়ায় ক্ষোভ বাড়ছে গ্রাহকদের। প্রতিদিন নানা অভিযোগ নিয়ে বিদ্যুৎ অফিসে আসছেন গ্রাহকরা। কিন্তু সুফল মিলছেনা ।
এ নিয়ে গ্রাহক হয়রানি বন্ধে কার্যকরী উদ্যোগের দাবি জানালেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই নেতা।
বগুড়ায় বিদ্যুৎ সরবরাহ করছে বেসরকারি কোম্পানি নেসকো। যেখানে ১ লাখ ৯০ হাজার প্রিপেইড মিটার গ্রাহক । মিটার বাতিলের দাবিতে আন্দোলন চলছে বিভিন্ন এলাকায়।