স্মার্ট বাংলাদেশের ছোঁয়ায় পঞ্চগড়ে ঘরে বসে সেবা নিচ্ছেন ৪৩ ইউনিয়নবাসী
- আপডেট সময় : ০৪:০৮:৪৪ অপরাহ্ন, শনিবার, ৮ এপ্রিল ২০২৩
- / ১৬৬০ বার পড়া হয়েছে
স্মার্ট বাংলাদেশের ছোঁয়া লেগেছে পঞ্চগড়ে। ঘরে বসেই বিভিন্ন সেবা নিতে পারছেন ৪৩ ইউনিয়নের বাসিন্দা। লেনদেন হচ্ছে অনলাইনে। তথ্য প্রযুক্তির সুবিধায় ভোগান্তি কমার পাশাপাশি কমেছে খরচ। কর্মঘন্টা সাশ্রয়ের পাশাপাশি কমেছে অনিয়ম।
নাগরিকত্ব সনদের পাশাপাশি মৃত্যু সনদ পর্যন্ত বিভিন্ন ধরণের সেবা নিতে মানুষকে প্রতিনিয়ত পা রাখতে হয় ইউনিয়ন পরিষদের বারান্দায়। পঞ্চগড়ের স্থানীয় সরকারের সব কাজে লেগেছে স্মার্ট বাংলাদেশের ছোঁয়া।
ইউনিয়নের বাসিন্দারা ইউনিয়ন tax.gov.bd এই ওয়েবসাইটে ঘরে বসেই পাচ্ছেন সব ধরণের সেবা। এখন নাগরিকত্ব সনদ, ওয়ারিশান সনদ, ট্রেড লাইসেন্স, ভূমিহীন সনদ, বার্ষিক আয়ের প্রত্যয়ন, অবিবাহিত সনদসহ ১৭ ধরণের সেবা নিতে পারছেন অনলাইনের মাধ্যমেই। ফি লেনদেনও হচ্ছে মোবাইল ব্যাংকিংয়ে। ফলে অফিসে কমেছে সাধারণ মানুষের ভীড়।
তেঁতুলিয়া উপজেলার ইউনিয়নগুলোতে প্রথম ডিজিটাল সেবা কার্যক্রম শুরু হয়। পরিকল্পনা ও সার্বিক সহযোগিতায় ছিলেন তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ চন্দ্র সাহা। চলতি বছরের জানুয়ারিতে তার সাথে যোগ হয় ক্যাশলেস সেবা। নগদ লেনদেনের পরিবর্তে অনলাইনে লেনদেন হওয়ায় বলা হচ্ছে ক্যাশলেস। এখন জেলার পাঁচ উপজেলার ৪৩ টি ইউনিয়নের মানুষেরা পাচ্ছেন তথ্য প্রযুক্তির এই সুবিধা। প্রয়োজনীয় সকল সেবা হাতের মুঠো ফোনের মাধ্যমেই সহজে মিলছে।
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এই উদ্যোগ নেয়া হয়েছে বলে জানালেন সোহাগ চন্দ্র সাহা।
কিউআর কোর্ড থাকায় সনদগুলো নকল করার সুযোগ থাকছে না। জেলার ৩ পৌরসভাতেও ডিজিটাল ক্যাশলেস সেবা কার্যক্রম খুব শিগগিরই চালু হবে বলে জানালেন জেলা প্রশাসক।
ডিজিটাল ক্যাশলেস সেবার মাধ্যমে প্রতি মাসে অন্তত ৩০ হাজার মানুষ এই সেবার আওতায় আসবেন।