স্মার্ট বাংলাদেশ গড়তে ব্যবসায়ীদেরই দায়িত্ব নিতে হবে : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ১০:৩৮:১৬ অপরাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০২৩
- / ১৬৮৭ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ ব্যবসা বান্ধব সরকার। তিনি বলেন, আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ব্যবসায়ীদের মূল দায়িত্ব পালন করতে হবে। বিকেলে এফবিসিসিআই আয়োজিত ব্যবসায়ী সম্মেলনে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, অনেক বাঁধা অতিক্রম করেই বাংলাদেশকে এগিয়ে এনেছে সরকার। কেউ যেন তথ্য বিভ্রাটের মাধ্যমে জনগনকে বিভ্রান্ত করতে না পারে সে বিষয়ে মন্ত্রণালয়গুলোকে সতর্ক থাকার নির্দেশ দেন শেখ হাসিনা।
প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ব্যবসায়ীদের ভূমিকা ও করণীয় ঠিক করতেই ব্যবসায়ী সম্মেলনের আয়োজন করে এফবিবিসিসিআই।
অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বানিজ্যের উৎকর্ষে আগামী নির্মাণ’ শ্লোগানকে ধারণ করে আয়োজিত সম্মেলনে ব্যবসায়ী নেতারা দেশের আর্থ সামাজিক খাতের উন্নয়ন এবং সরকারের দূরদর্শী নেতৃত্বের প্রশংসা করে নৌকার প্রতি আকুণ্ঠ সমর্থন জানান।
বক্তব্যের শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ডিজিটাল বাংলাদেশের পর স্মার্ট বাংলাদেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য।
তিনি বলেন আওয়ামী লীগ ব্যবসা উপযোগী পরিবেশ নিশ্চিতে কাজ করছে।
বিভ্রান্তি ছড়িয়ে কেউ যেন সরকারের অর্জণ ম্লান করতে না পারে সে বিষয়ে সতর্ক করেন তিনি।
আগামীর স্মার্ট বাংলাদেশ গড়তে ব্যবসায়ীদের নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান শেখ হাসিনা।