স্মার্ট বাংলাদেশ গড়তে সফটওয়্যারের কোনো বিকল্প নেই : শিরীন শারমিন
- আপডেট সময় : ০৮:২৭:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৫৯১ বার পড়া হয়েছে
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট সিটিজেন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে সফটওয়্যারের কোনো বিকল্প নেই । দুপুরে বেসিস সফট এক্সপো ২০২৩ উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন স্পিকার । বেসিস-কে সরকারের অনুকূল পরিবেশের ক্ষেত্রকে কাজে লাগানোর আহ্বান জানান ড. শিরীন শারমিন চৌধুরী।
কাগজে লিখে তথ্য সংগ্রহের যুগ অনেকটাই শেষ, বেশিরভাগ প্রতিষ্ঠানে এখন নির্ভরশীল প্রযুক্তির উপর । আর্থিক প্রতিষ্ঠান থেকে সব কর্পোরেট প্রতিষ্ঠানে লেনদেন এখন সফটওয়্যারে।
ওয়েলকাম টু স্মার্টভার্স শ্লোগানে রাজধানীর পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে বসেছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় প্রযুক্তি সম্মেলন বেসিস সফট এক্সপো ২০২৩ । উদ্বোধন করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
অনুষ্ঠানে টেলিযোগাযোগ মন্ত্রী ও আইসিটি প্রতিমন্ত্রী বলেন, দেশের অন্যতম সম্ভাবনাময় খাত আইসিটি। এখন চ্যালেঞ্জ রোবটিক্স ও সাইবার নিয়ে ।
স্পিকার বলেন, আইসিটি সেক্টরে সাফল্যের জন্য অ্যাকাডেমিক, ইন্ডাস্ট্রি এবং সরকারের মধ্যে সমন্বয়ের প্রয়োজন । মেধা এবং যোগ্যতাকে কাজে লাগাতে তরুণ প্রজন্মকে উৎসাহিত করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
আস্থার সংকট দূর হলে সফটওয়্যার বাজার আরো সম্প্রসারিত হবে বলে মনে করেন উদ্যোক্তারা।