সড়কে কালার কোড বাস্তবায়ন করতে যাচ্ছে সিলেট সিটি কর্পোরেশন

- আপডেট সময় : ০৩:২৩:১০ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২০
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
সবকটি স্থাপনার অভিন্ন রং হবে। আলাদা আলাদা ভবন হলেও সব সাইন বোর্ড হবে একই রংয়ের। বলছিলাম সিলেটের শাহজালাল মাজার সড়কের কথা। ভূগর্ভস্থ বিদ্যুৎ সংযোগের পর পাল্টে যাওয়া এই সড়কে কালার কোড বাস্তবায়ন করতে যাচ্ছে সিলেট সিটি কর্পোরেশন। শাহজালাল মাজারের প্রধান গেইটের আদলে আকাশি-সাদা রংয়ে সাজবে পুরো এলাকাটি। সিলেটকে স্মার্ট সিটি হিসাবে রূপান্তরের লক্ষে আগামীতে ২৭টি ওয়ার্ড আসবে কালার কোডের আওতায় বলে জানালেন মেয়র আরিফুল হক চৌধুরী।
সিলেট সিটি কর্পোরেশনেরএক নম্বর ওয়ার্ড। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একটি পাইলট প্রকল্পের আওতায়… উন্নত বিশ্বের অনেক দেশের মতো এলাকা ভিত্তিক “কালার কোড” থাকলেও সিলেটে এই প্রথম সিটি কর্পোরেশন একটি সড়কের ভবন ও সাইন বোর্ডে অভিন্ন রংয়ের ব্যবহার নিশ্চিত করতে যাচ্ছে। পরীক্ষামূলকভাবে শাহজালাল দরগা এলাকায় অভিন্ন রংয়ে সাজানোর পর সিটি কর্পোরেশনের ২৭টি ওয়ার্ড সাজবে রঙিনভাবে। আধ্যাত্মিক ও পর্যটন নগরী সিলেটকে পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন করতে এই প্রকল্প হাতে নেয়া হয়েছে বলে জানান আরিফুল হক চৌধুরী।