সড়কে শৃঙ্খলা ফেরাতে পরিবহন মালিক ও শ্রমিকদের আহ্বান ওবায়দুল কাদেরের

- আপডেট সময় : ০৭:৩২:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২০
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সড়ক পরিবহন আইন বাস্তবায়নে পরিবহন মালিক ও শ্রমিকদের আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। চট্টগ্রামে সড়ক ও জনপথ অধিদপ্তরে সড়ক জোন,বিআরটিসি,বিআরটিএ,টানেল প্রকল্পের অগ্রগতি ও ঈদ প্রস্তুতি নিয়ে সংশ্লিষ্টদের এ আহ্বান জানান তিনি।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তাঁর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক চার লেনে উন্নীত করতে ইতোমধ্যে জাইকার অর্থায়নের নীতিগত অনুমোদন পাওয়া গেছে। দেশে অবকাঠামো উন্নয়ন হলেও এখনও সড়কে শৃঙ্খলা ফিরে আসেনি বলে ক্ষোভ প্রকাশ করেন সেতুমন্ত্রী। বিআরটিএ’কে স্বচ্ছ করতে অনিয়ম অবশ্যই তাড়াতে হবে বলেও হুঁশিয়ার করেন তিনি। সড়ক নির্মাণ কাজের গুনগত মান নিয়েও প্রশ্ন তোলেন ওবায়দুল কাদের। চট্টগ্রাম ও পার্বত্য এলাকায় পাহাড়ি ঢলের আশংকা থাকায় আগে থেকেই প্রস্তুতি নেওয়ায় নির্দেশ দিয়ে তিনি বলেন, শেখ হাসিনার সরকার বন্যাদুর্গত মানুষের পাশে আছে এবং সরকারের পাশাপাশি আওয়ামী লীগের নেতা-কর্মীরাও মানবিক সহায়তা নিয়ে তাদের পাশে আছে।