সড়ক দুর্ঘটনায় কুমিল্লা ও মুন্সীগঞ্জে ২ জন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০৫:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২০
- / ১৫২৬ বার পড়া হয়েছে
সড়ক দুর্ঘটনায় কুমিল্লা ও মুন্সীগঞ্জে ২ জন নিহত হয়েছে।
কুমিল্লায় ট্রাকচাপায় এক শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে এক দোকানদার। সকাল ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বুড়িচং উপজেলার কোরপাই এলাকায় একটি ট্রাককে পিছন থেকে দ্রুতগতির আরেকটি ট্রাক ধাক্কা দেয়। এতে দুটি ট্রাকই সড়কের পাশের একটি দোকানের উপর গিয়ে পড়ে। এ সময় দোকানের পাশ দিয়ে হেঁটে যাওয়া জুটমিল শ্রমিক আবুল কাশেম নিহত হয়।
এদিকে, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলার ষোলঘর এলাকায় দ্রুতগতির এ্যাম্বুলেন্স ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দেলোয়ার হোসেন নামে একজন নিহত হয়েছেন। তার বাড়ী মাদারীপুরের শিবচর। তিনি মাইক্রোবাসের আরোহী ছিলেন। ফায়ার সার্ভিস কর্মীরা আহত চারজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।