সড়ক দুর্ঘটনায় কুষ্টিয়া, শেরপুর, শরীয়তপুর, গাইবান্ধায় ও সাতক্ষীরায় ৮ জন নিহত
- আপডেট সময় : ০৫:২৩:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৬০ বার পড়া হয়েছে
সড়ক দুর্ঘটনায় কুষ্টিয়া, শেরপুর, শরীয়তপুর, গাইবান্ধায় ও সাতক্ষীরায় ৮ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৩ জন।
শেরপুরের নকলা উপজেলার বারোমাইসা বাজার এলাকায় ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। পুলিশ জানায়, দুপুরে নকলাগামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী হামিদুল ইসলাম ঘটনাস্থলেই মারা যায়। এসময় আহত মারুফকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তারও মৃত্যু হয়। পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করেছে।
শরীয়তপুরের কোদালপুর সাইক্ষ্যা ব্রিজ এলাকায় গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ব্রীজের সঙ্গে ধাক্কা লেগে ৩ জন গুরুতর আহত হয়েছে। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর আহত রিবল মাহমুদ রাজ ও সাইফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় সদর হাসপাতালে মারা যায়। হতাহতরা গোসাইরহাট সামসুর রহমান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। গাইবান্ধায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। সকাল ১১টায় দিকে সুন্দরগঞ্জ উপজেলার বৈদ্যনাথ এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত মিজানুর রহমান শান্তিরাম গ্রামের নুরুল ইসলামের ছেলে। এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করেছে এলাকাবাসী।
এদিকে, সাতক্ষীরা সরকারী কলেজ রোডে সড়ক দূর্ঘটনায় শিমুল নামের এক শিশু নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে শিশুটি কাটিয়া সরকারপাড়া এলাকার ভাড়া বাসা থেকে বের হয়ে রাজারবাগান সরকারী কলেজ রোডের আরএফএল প্লাষ্টিক সামগ্রীর শোরুম সংলগ্ন রাস্তা পার হয়ে মায়ের কাছে যাওয়ার সময় দ্রুতগামী একটি ইজিবাইক তাকে সজোরে ধাক্কা দেয়। এতে সে গুরুতর জখম হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তার মৃত ঘোষণা করেন।