সড়ক দুর্ঘটনায় ঝিনাইদহ ও হবিগঞ্জে ৪ জন নিহত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৫৯:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০১৯
- / ১৬০৫ বার পড়া হয়েছে
সড়ক দুর্ঘটনায় ঝিনাইদহ ও হবিগঞ্জে ৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১০ জন।
ফায়ার সার্ভিস জানায়, সকালে ঝিনাইদহ থেকে যাত্রী নিয়ে একটি মাহেন্দ্র বিষয়খালী বাজারে যাচ্ছিল। পথে লাউদিয়া নামক স্থানে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি ট্রাক মাহেন্দ্রটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই এক নারীর মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে অপর এক নারীকে মৃত ঘোষনা করেন চিকিৎসক। এ ঘটনায় হেলপার সাগর হোসেনকে আটক করা হয়েছে।
এদিকে, হবিগঞ্জের বাহুবলে দুই ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে একজন। এ ঘটনায় মহাসড়কে দুই ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল।