সড়ক দুর্ঘটনায় ঝিনাইদহ চুয়াডাঙ্গা ও শেরপুরে ৪ জন নিহত
- আপডেট সময় : ০৫:১১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৬৭ বার পড়া হয়েছে
আলাদা সড়ক দুর্ঘটনায় ঝিনাইদহ, চুয়াডাঙ্গা ও শেরপুরে ৪ জন নিহত হয়েছে।
ঝিনাইদহের কালীগঞ্জে বাসের ধাক্কায় নারীসহ দু’জন নিহত হয়েছে। পুলিশ জানায়, সকালে এক নারী যাত্রীক নিয়ে ভ্যানটি বারোবাজার থেকে পিরোজপুর যাচ্ছিলো। পথে চুয়াডাঙ্গা থেকে যশোরগামী একটি যাত্রীবাহী বাস পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই নিহত হন ভ্যানচালক মহিদুল ইসলাম।পরে আহত অবস্থায় ভ্যানের যাত্রী তাসলিমা খাতুনকে হাসপাতালে নেয়া হলে সেখানেই মারা যান তিনি। এ ঘটনার প্রতিবাদে প্রায় দেড় ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখে এলাকাবাসী।
চুয়াডাঙ্গায় মোটর সাইকেল দুর্ঘটনায় রানা আহমেদ নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। দুপুর দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত রানা নবম শ্রেণীর ছাত্র ছিলো।
শেরপুরের নকলায় সড়কে ধান শুকাতে গিয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় সেকান্দর আলী নামে এক বৃদ্ধ কৃষকের মৃত্যু হয়েছে। দুপুরে উপজেলার দক্ষিণ লাভা এলাকার লাভা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঢাকা-নাকুগাঁও বাইপাস সড়কে এই দুর্ঘটনা ঘটে।