সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫০:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০
- / ১৫২৩ বার পড়া হয়েছে
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাসাইল উপজেলার গুল্লা এলাকায় সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক হোসেন আলী নিহত হয়েছে। সে ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার বাসিন্দা।
ভোরে সংঘটিত এ দুর্ঘটনায় আহত অপর তিনজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলেন, ঐ ট্রাকের হেলপার ঠাকুরগাও সদর উপজেলার নিশিন্তপুর গ্রামের নাঈম হোসেন, ট্রাকযাত্রী নওগাঁর ফারুক হোসেন ও জান্নাতুল। পুলিশ জানায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গুল্লা এলাকায় একটি মালবাহী ট্রাক দাঁড়িয়েছিল। ঢাকা থেকে ছেড়ে আসা ঠাকুরগাঁওগামী মালবাহী অপর একটি ট্রাক দাঁড়িয়ে থাকা ওই ট্রাকটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চালক হোসেন আলী নিহত এবং অপর তিনজন গুরুতর আহত হয়।