সড়ক দুর্ঘটনায় নিহত নিহত ২, আহত অন্তত ১৫ জন
- আপডেট সময় : ০৮:২৭:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২০
- / ১৫৩২ বার পড়া হয়েছে
সড়ক দুর্ঘটনায় ঝালকাঠি ও কুমিল্লায় দু’জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো অন্তত ১৫ জন।
ঝালকাঠির রাজাপুরের নৈকাঠি-ভান্ডারিয়া সড়কের আমতলা বাজার এলাকায় বুধবার রাতে নিয়ন্ত্রন হারিয়ে যাত্রীবাহি টেম্পো উল্টে মনিন্দ্র নাথ বড়াল নামে এক যাত্রী নিহত হয়েছে । আহত হয়েছে চালকসহ অন্তত ১৫ জন। প্রত্যক্ষদর্শীরা জানান, টেম্পোটি ভান্ডারিয়া থেকে ১৮ জনেরও বেশি যাত্রী নিয়ে রাজাপুরের নৈকাঠির যাওয়ার পথে আমতলা বাজার এলাকায় উল্টে গিয়ে হতাহতের এ ঘটনা ঘটে ।
কুমিল্লায় বাস চাপায় এক পথচারী নিহত হয়েছে। সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, জেলার সদর উপজেলার আমতলী এলাকায় রাস্তা পারাপারের সময় সকাল পৌনে ১০টার দিকে নেহেরা বেগম নামের এক মহিলাকে অজ্ঞাতনামা একটি বাস চাপা দিয়ে পালিয়ে যায়। বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন ওই নারী। নিহত নেহেরা বেগম একই উপজেলার আমতলী গ্রামের মৃত শফিকুর রহমানের স্ত্রী।