সড়ক দুর্ঘটনায় বিভিন্ন স্থানে ১২ জন নিহত
- আপডেট সময় : ০৬:৩৯:৩১ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
সড়ক দুর্ঘটনায় টাঙ্গাইল, নাটোর, পাবনায়, কুষ্টিয়া, গোপালগঞ্জ ও নড়াইলে ১২ জন নিহত হয়েছে।
টাঙ্গাইলের মির্জাপুরে ম্যাক্সি-কাভার্ড ভ্যান সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। ভোর ৬ টার দিকে ঢাকা- টাঙ্গাইল মহাসড়কের গোড়াই অংশের জুই-যুথী পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে। আহত ৩ জনকে আশঙ্কাজনক অবস্থায় মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নাটোরে আলাদা সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে সোহানুর রহমান নামে এক কলেজছাত্র নিহত হয়।অন্যদিকে, শহরের বন বেলঘড়িয়া বাইপাস মোড় এলাকায় ট্রাকের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে গোলাম নবী ও ফয়সাল নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়।
পাবনার ঈশ্বরদীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় বাচ্চু মন্ডল ও বুলবুল শেখ নামের দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। পুলিশ জানায়, রাজাপুরে একুশে বইমেলায় যাওয়ার পথে মধ্যে ঢাকা-ঈশ্বরদী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
ভোরে কুষ্টিয়া-পাবনা মহাসড়কের ১০ মাইল এলাকায় পাবনা থেকে ছেড়ে আসা চাল বোঝাই ট্রাকের সাথে ইট বোঝাই ট্রলির মুখোমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই ট্রলির ড্রাইভার শুকুর আলি ও হেলপার আলামিন দু’জন নিহত হয়।
গোপালগঞ্জের মুকসুদপুরে বাসের ধাক্কায় জাফর মুন্সী নামে এক বৃদ্ধ ভ্যান চালক নিহত হয়েছে। দুপুরে ঢাকা- খুলনা মহাসড়কের মুকসুদপুর কলেজ মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
এদিকে, নড়াইলে আলাদা সড়ক দুর্ঘটনায় দুই শিশুসহ ৯ জন আহত হয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যরা জানান, দুপুরে শহরের মাছিমদিয়া চৌরাস্তা মোড়ে এবং গোবরা সড়কের কাড়ার বিল এলাকায় এ দু’টি দুর্ঘটনা ঘটে।