সড়ক দুর্ঘটনায় বিভিন্ন স্থানে নিহত ২০, আহত অন্তত ১০
- আপডেট সময় : ০২:১৩:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২০
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
সড়ক দুর্ঘটনায় হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, সাভার ও ময়মনসিংহে ২০ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১০ জন।
হবিগঞ্জের নবীগঞ্জে গাছের সাথে ধাক্কা লেগে মিনিবাসের ৮ জন নিহত হয়েছে। এ সময় আহত হয় বাসে থাকা আরো ৪ জন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সিলেটগামী একটি মিনিবাস সকাল ৭টায় ঢাকা-সিলেট মহাসড়কের কান্দিরগাঁও এলাকায় পৌছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। একপর্যায়ে বাসটি রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই মারা যায় ৮ জন। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে ছয়জন নিহত হয়েছে। আহত হয়েছে চারজন। দুর্ঘটনার সময় মাইক্রোবাসের সিলিন্ডারটি বিস্ফোরিত হলে ভেতরে থাকা ১০ যাত্রীর ৬ জনই অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। দগ্ধ ৪ জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। নিহতরা নারায়ণগঞ্জের বন্দর থানার চৌরাপাড়া এলাকার বাসিন্দা।
ফেনীর সোনাগাজীতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি নির্মানাধীন ব্রীজের সাথে ধাক্কা লেগে দুই মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে।
সাভার ও আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় শিল্প পুলিশের এক সদস্যসহ ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়।