সড়ক দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার ও চট্টগ্রামে ৪ জন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৩৬:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ ডিসেম্বর ২০২১
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
আলাদা সড়ক দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার ও চট্টগ্রামে ৪ জন নিহত হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাক ও সিএনজি অটোরিক্সার সংঘর্ষে সিএনজি অটোরিক্সার ৪ যাত্রী নিহত হয়। শুক্রবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলের বৈশামুড়ায় এ ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনজন। নিহতরা সবাই ইট ভাটার শ্রমিক। পুলিশ জানায়, ভোরে শাহবাজপুর বাসষ্ট্যান্ড থেকে ইটভাটায় কাজ করার জন্য সিএনজি দিয়ে যাবার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম মহানগরীর বন্দর থানা এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ছাত্রলীগের এক নেতা নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও একজন।গেলরাতে সল্টঘোলা ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আরিফুল ইসলাম গোসাইলডাঙ্গা এলাকার বাসিন্দা। তিনি বন্দর থানা ছাত্রলীগের ক্রীড়াবিষয়ক সম্পাদক ছিলেন।